



হেমতাবাদঃ রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সঙ্কট মেটাতে হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে৷ এদিন স্থানীয় গৌরাঙ্গ ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ২৫ জন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার রা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় শংশাপত্র। এসডিপিও লেগদেন লেপচা, হেমতাবাদ থানার আই সি অভিজিৎ দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের রক্তদান শিবিরে।
আই সি অভিজিৎ দত্ত জানিয়েছে, রক্ত সঙ্কট মেটাতেই এই রক্তদান শিবিবের আয়োজন করা হয়েছিল পুলিশের উদ্যোগে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের আগামীদিনের রক্তদানে এগিয়ে আসার আবেদন জানানো হয়।
