News Britant

পাহাড়ের গায়ে শুরু আর্ট ক্যাম্প

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

ডুয়ার্স : প্রতিবছরের মতো এবছরও কোচবিহার আর্ট সোসাইটি, উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি, গীতাঞ্জলি ফাইন আর্টস অ্যাক্যাডেমি ও ইন্টারন্যাশনাল ফাইন আর্টস রিসার্চ সেন্টারের উদ্যোগে পাহাড়ের গায়ে শুরু হলো আর্ট ক্যাম্প। প্রতিবছরই এই আর্ট ক্যাম্প থেকে প্রচুর উন্নত মানের ছবির কাজ উঠে আসে বলে দাবি করেছেন উদ্যোক্তারা । এবছরও তার অন্যথা হবে না বলে শিল্পীরা আশা করছেন।

নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের পরিচালনায় কালিম্পং এর অম্বিয়াক টি এস্টেট এর প্রাথমিক বিদ্যালয় একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই উইন্টার আর্ট ক্যাম্প। ২৪ থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত সাত দিন এই আর্ট ক্যাম্প চলবে পাহাড়ের গায়ে কালিম্পং এর বিভিন্ন জায়গায়। গতকাল এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন গোপাল ইয়াজন।

অম্বীয়ক টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় সাহা বিশেষ উৎসাহ দান করেছেন  চিত্রশিল্পী বিমল দে সরকার, রথীন্দ্রনাথ সাহা, শিব শঙ্কর উপাধ্যায়, গোপেশ দাস প্রমূখ। মোট ৪০ জন চিত্রশিল্পী কে নিয়ে এই সাত দিনের ক্যাম্পে নদীয়া, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, শিলিগুড়ি থেকে থেকে কৌশিক রাহা, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, সিতালকুচি থেকে সুশান্ত বর্মন আলিপুরদুয়ার ও আসাম থেকে তরুণ কুমার মিত্র। থেকে এই প্রতিনিধিরা এই ক্যাম্পে এসেছেন ।

এই ক্যাম্পে প্রতিদিন এলাকার শিশুদের চিত্র শিল্প শেখানো হবে বলে জানালেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির কর্ণধার রথীন্দ্রনাথ সাহা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর বিশিষ্ঠ চিত্রশিল্পী শিবশঙ্কর ছাড়াও উপস্থিত ছিলেন নির্মল সরকার, বিজয় মণ্ডল ও কৃষ্ণপদ বর্মন।

 

News Britant
Author: News Britant

Leave a Comment