News Britant

কলকাতায় পিছিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতা: ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পিছিয়ে গেল তাঁর সফর সূচির সময়৷ সেই সঙ্গে পিছিয়ে গেল বন্দে ভারত উদ্বোধনের সময় সূচিও৷ এমনটাই প্রধামন্ত্রীর দফতর থেকে নবান্নকে জানানো হয়েছে৷

সূত্রের খবর, ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী৷ তার পরিবর্তে সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ কলকাতায় আসবেন তিনি৷ তারপর বিমানবন্দর থেকে সোজা হাওড়া স্টেশনে পৌঁছাবেন তিনি৷ সেখানে ৩০ মিনিট থাকবেন নরেন্দ্র মোদী৷ তারপর দুপুর ১২টা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন নমো৷

সেখান থেকে আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷ দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা গঙ্গা পরিষদের বৈঠক করবেন তিনি৷ এই গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আগের সূচি অনুযায়ী বৈঠক শেষ করে দুপুর ১টা ১০ থেকে ১টা ৫৫ পর্যন্ত নরেন্দ্র মোদী মধ্যাহ্নভোজের জন্য সময় নেবেন৷ কিন্তু এবার যেহেতু তাঁর আসার সূচি বদল হয়েছে তাই স্বভাবতই দুপুর ২ টো থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের জন্য রাখা থাকছে৷

সেই সঙ্গে বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় থাকারও সময় সীমা বেড়েছে৷ দুপুর ২টো ১৫ মিনিটের বদলে ৩ টে ১৫ মিনিট নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে বিশেষ বিমানে দিল্লির জন্য রওনা দেবেন তিনি৷ যদিও আগের সফর সূচিতে মাত্র চার ঘণ্টা কলকাতার জন্য বরাদ্দ করেছিলেন তিনি৷ তবে এই সূচিতেই সেই সময়ের বদল হয়নি৷ ১১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত তিনি কলকাতায় থাকবেন৷

Leave a Comment