#রায়গঞ্জঃ কোলকাতা অথবা শিলিগুড়ি যেতে রায়গঞ্জ বাসী যাতে বন্দে ভারতের মত উচ্চ গতি সম্পন্ন ট্রেন ব্যবহার করতে পারে, সেজন্য বারসই স্টেশনে দেওয়া হল বম্দে ভারতের স্টপেজ। এদিন রেলমন্ত্রক এমন নির্দেশিকা প্রকাশ করতেই খুশী রায়গঞ্জ ও এই সংলগ্ন এলাকার বাসিন্দারা। জানা গেছে, কোলকাতা মূখী বন্দেভারত ট্রেনটি বিকেল ৪টা ৪৪ মিনিটে বারসইয়ে এসে থামবে এবং ৪টা ৪৬ মিনিটে কোলকাতার দিকে রওনা দেবে। আর শিলিগুড়ি মুখী ট্রেনটি সকাল ১১টা ৫০ মিনিটে এসে বারসইতে থামবে এবং ১১টা ৫২ মিনিটে ছাড়বে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, রায়গঞ্জ বাসীর স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়ায় রেলমন্ত্রককে ধন্যবাদ।