News Britant

রাহাতপুর হাই মাদ্রাসার ৫০ বছর, শিশু সিনেমা প্রদর্শনীর অভিনব উদ্যোগ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, করনদিঘীঃ বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে করনদিঘী ব্লকের রাহাতপুর হাই মাদ্রাসার ৫০ তম বর্ষ বা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে স্কুল চত্বরে পড়ুয়াদের নজর কেড়েছে শিশু সিনেমা প্রদর্শনী। এই প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছে পড়ুয়া, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারাও। জানা গেছে, ১৯৭৩ সালে করনদিঘী ব্লকের দোমোহনা অঞ্চলে গুটিকয়েক শিক্ষানুরাগী এই মাদ্রাসার সূচনা করেন।এই ৫০ বছরে স্কুলটি রাজ্যের অন্যতম সেরা মাদ্রাসা গুলোর মধ্যে একটা হিসেবে পরিগণিত হয়েছে, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। তাই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে স্কুল কর্তৃপক্ষ এনেছে নতুনত্ব। এই অঞ্চলের লোকসংগীত, লোকশিল্পী ও মালদার গম্ভীরা গানকে গুরুত্ব দিয়ে উদযাপিত হচ্ছে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান। এদিন স্কুলের প্রধান শিক্ষক শাহীদূর রহমান বলেন, সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রথম দিনের অনুষ্ঠানের শুভসূচনা করেন করণদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতীশ তামাং। এরপর সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল থেকে বের হয়ে এলাকায় প্রদক্ষিণ করে। এরপর দিনভর চলে ছেলে মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছিল নাচ, গান, আবৃতি, কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি চলে ছাত্র ছাত্রী দের দ্বারা পরিবেশিত বিজ্ঞান প্রদর্শনী এবং শিশু সিনেমা প্রদর্শনী। এই ২টো প্রদর্শনী দেখতে উৎসুক ছিল স্থানীয় বাসিন্দারাও। এরপর সংবর্ধনা প্রদান করা হয় এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের। প্রথম দিনের অনুষ্ঠানের আরেকটি অন্যতম আকর্ষণ ছিল প্রসিদ্ধ ভাওয়াইয়া সংগীত শিল্পী অনিন্দিতা রায়ের ভাওয়াইয়া গান পরিবেশনা। এই মাটি ও নদীর গান উপস্থিত সকলকে মাতিয়ে রাখে। নজর কেড়েছে খুদে শিল্পী ঈশিতা বর্মনের গানও। এদিন স্কুলের প্রধান শিক্ষক শাহীদুর বাবু আরও জানান, অনুষ্ঠানের প্রতিদিনই থাকছে আবৃতি, গান, গজল, নাটক, বক্তৃতা এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। জানা গেছে, আগামীকাল ৩০শে ডিসেম্বর এই উৎসবের পরিসমাপ্তি হবে।

Leave a Comment