News Britant

তাপস বিতর্কের মাঝেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ফেষ্ট, উদ্দীপিত পড়ুয়ারা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ সারা বিশ্ব যখন ক্রিসমাসের ছুটি উপভোগ করছে, তখন গত ২৬শে ডিসেম্বর বধূ নির্যাতনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ভূগোল বিভাগের অধ্যাপক তাপস পালকে সাসপেন্ড করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই পুলিশি হেফাজত থেকে তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বালুরঘাট আদালত। এরই মাঝে প্রস্তুতি শুরু হয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা রাইভার্সিটিফেষ্ট। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের পরে আবারও ২০২৩ সালের জানুয়ারি মাসের ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রাইভার্সিটিফেষ্ট। করোনা আবহে পরপর ২ বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের তৈরি মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়নি। তাই এখন চরম উদ্দীপনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়াদের মধ্যে। বাংলা, ইংরেজি, সংস্কৃতের মত ভাষা বিভাগ গুলোর পাশাপাশি, ভূগোল, অর্থবিদ্যা, বিজ্ঞান, আইন সহ সব বিভাগে পড়ুয়াদের মধ্যে চলছে মডেল তৈরির প্রতিযোগিতা। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলের মাঠে গিয়ে দেখা গেল ফেষ্ট ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে। বিশালাকৃতির মঞ্চ বাঁধাই হচ্ছে মাঠের দক্ষিণ দিকে। এই প্রস্তুতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়া ঈশিতা ঘোষ বলে, আমরা এই ফেষ্ট ঘিরে চরম উত্তেজনার মধ্যে রয়েছি। দীর্ঘ ২ বছর সময় কোনো অনুষ্ঠান হয়নি। তাই ভীষণ ভালো লাগছে। মডেল তৈরি করছি, নাচের তালিম চলছে। সব মিলিয়ে দুর্দান্ত তিনটে দিন কাটাবো ভাবছি। আরেক পড়ুয়া অসীম দাস বলে, এই প্রদর্শনীর মডেল তৈরি করতে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ব্যস্ত রয়েছি। এবার আমাদের সামনে এক্সিবিশনে সেরা হওয়ার হ্যাট্রিক করার সুযোগ রয়েছে, তাই ভীষণ উত্তেজিত হয়ে রয়েছি। এছাড়াও ৪ থেকে ৬ই জানুয়ারি স্থানীয় ও বহিরাগত শিল্পীরা আসবে। তাদেরকে সামনে থেকে দেখতে পাব, ভেবেই আনন্দ হচ্ছে।

এদিকে এদিন বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে চলছিল ফেষ্ট ঘিরে একের পর এক মিটিং। সম্প্রতি ভূগোল বিভাগের অধ্যাপক তাপস পালকে ঘিরে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে এই ফেষ্টে মেতে উঠবে পড়ুয়ারা। এমনটাই জানালেন উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার রায়। তিনি বলেন, উপাচার্য সর্বমোট ৩২ লক্ষ টাকা এই ফেষ্ট উপলক্ষে দিয়েছেন। আমরা চেষ্টা করব, তার মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করতে। লগ্নজিতা চক্রবর্তী ও অঙ্কিত তিওয়ারির মত শিল্পীদের এখানে আসার কথা। পড়ুয়াদের সর্বাঙ্গীণ বিকাশে এমন অনুষ্ঠান করার প্রয়োজন। আর তাই এই ফেষ্ট করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবে।

Leave a Comment