News Britant

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধা মা’য়ের মৃত্যু

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: শুক্রবার দুফুর ১২টা নাগাদ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু ঘটলো বৃদ্ধা মা’য়ের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের রানীচেরা চা বাগানের নিউস্টেশন ডিভিশনে।পুলিশ ঘাতক পুত্রকে গ্রেপ্তার করেছে। মৃত মায়ের নাম পুস্পা কুজুর (৬৬)। ঘাতক পুত্রের নাম শিশুপাল তিরকি। মৃতার বড় ছেলে উলিফান তিরকি জানান, ঘটনার সময় আমি ঘরে ছিলাম না।

খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে শুনি মা চাবাগান থেকে চা- ফুল সংগ্রহ করে বাড়িতে এসে সবজি বানানোর ব্যবস্থা করছিল। আচমকাই আমার ভাই শিশুপাল একটি ধারালো ছুরি দিয়ে পেটে বুকে আঘাত করে। এতেই মা’য়ের মৃত্যু হয়। আমরা ভাইকে আটকে রেখে পুলিশকে খবর দেই। পুলিশ ভাইকে তুলে নিয়ে আসে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মার্টিন টোপ্পো জানান, খুব দুঃখজনক খবর। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

শুনেছি মা পুস্পা কুজুর চা ফুলের সবজি তৈরি করছিল। সেই সময় ছোট ছেলে শিশুপাল তাকে ছুরি দিয়ে আঘাত করে। কেন করেছে জানিনা। তবে ঘাতক ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। একটি পা কাটা আছে। মাল থানার পুলিশ সুত্রে জানাগেছে, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মা’য়ের দেহ মময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Leave a Comment