



#মালবাজার: প্রয়াত হলেন ডুয়ার্সের বুকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতৃত্ব ওদলাবাড়ির নীরদ দে সরকার। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ১৯৭০-৮০ দশকের দোর্দণ্ডপ্রতাপশালী নীরদবাবু। গতকাল শিলিগুড়ির একটি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বর্ণময় রাজনৈতিক জীবনে নীরদবাবু একদিকে যেমন জেলা কংগ্রেস কমিটির বহু পদ সাফল্যের সাথে অলংকৃত করেছিলেন তেমনই রাজনীতির বাইরে সামাজিক জীবনেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য।


ওদলাবাড়ি সহ অবিভক্ত মাল ব্লকের বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, গ্রন্থাগার, তৎকালীন ওদলাবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্র চালু করা সহ বহু প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি।


গতকাল রাতে মৃতদেহ কংগ্রেসের পার্টি অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে সব রাজনৈতিক দলের নেতা কর্মিরা শ্রদ্ধা জানান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন নীরদবাবু।








