



#মালবাজারঃ শান্তিপূর্ণ ধর্নায় বসা মানুষের উপর আচমকা শারীরিক ভাবে আক্রমণ করা হয়। এই অভিযোগে শুক্রবার বিকালে মাল থানায় এজাহার করলেন গোর্খা আদিবাসী সংযুক্ত সমিতির পক্ষে সাগর মোক্তান সহ কয়েকজন। শুক্রবার বিকালে মাল থানায় দাঁড়িয়ে শ্রী মোক্তান জানান, “তিস্তা নদীতে বাঁধ নির্মানের দাবী নিয়ে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার টটগাও এলাকার মানুষ গত বুধবার মাল বিডিও অফিস প্রাঙ্গণে থেকে ধর্নায় বসেছিল।


আমি বাগরাকোট এলাকার মানুষ। টটগাওয়ের মানুষকে সমর্থন জানিয়ে আমি বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর্ন ধর্নায় ছিলাম। বৃহস্পতিবার বিকাল ৩ টা নাগাদ একটি মিছিল বিডিও অফিসে আসে।মিছিলের নেতৃত্ব আমাকে ডাকলে আমি যাই। শান্তিপূর্ন ভাবে কথাবার্তা চলছিল। সেই সময় মিছিলে থাকা লিসরিভার চাবাগানের ওমনারায়ণ খেস ও এলেনবাড়ি চা বাগানের নবীন সোনার নামের দুই দুস্কৃতী হটাৎ আমার উপর আক্রমণ করে।


আমাকে মারধোর করে। সেসময় ধর্নায় বসা অন্যান্যদের সাথে হাতাহাতি হয়। এই ঘটনায় আমরা নিরপত্তার অভাব বোধ করছি। তাই থানায় এজাহার করেছি। এনিয়ে পুলিশ সুত্রে জানাগেছে, অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে।








