News Britant

অনাথদের নিয়ে করোনা সচেতনতা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ শনিবার দুপুরে রায়গঞ্জে অনাথ শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল এক করোনা সচেতনতা শিবির। শিবিরে অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।বর্ষ শেষের দিনটি এভাবে উদযাপিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমের সদস্যরা।
জানা গেছে, রায়গঞ্জের গরীবের বন্ধু হিসেবে পরিচিত ডাঃ অশোক ব্রহ্ম প্রয়ানের পর, তাঁর নামেই একটি  ফাউন্ডেশন স্থাপন করে তাঁর পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা। তাদের উদ্যোগেই এমন করোনা সচেতনতা শিবির বলে জানালেন স্বেচ্ছাসেবীরা। তারা জানান, এদিন ডেঙ্গু প্রতিরোধ করে বাঁচার উপায় নিয়েও সচেতনতা তৈরি করা হয় শিশুদের মধ্যে।
এছাড়াও কিছুদিন আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংঘটিত অনাথ শিশুদের রক্তের গ্রুপ নির্ণয়ের শংসাপত্র এদিন তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট মৃৎশিল্পী ও ভাস্কর ভানু পাল মহাশয় সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Comment