



#রায়গঞ্জঃ বিগত বছর রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠের তত্ত্বাবধানে প্রথমবার অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব। গত বছর ১ দিনের কর্মসূচি থাকলেও এবছর ২ দিনের কর্মসূচি পালন করবে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এদিন রায়গঞ্জের মঠে বসে এমনটাই জানালেন স্বামী শিবমন্ত্রানন্দজী মহারাজ। এই কল্পতরু উৎসব উপলক্ষে এদিন রায়গঞ্জ মিশনে গিয়ে দেখা গেল চুড়ান্ত প্রস্তুতি চলছে মিশনের মূল মন্দিরে।


আলপনা দিতে ব্যস্ত মহিলা ভক্ত দেবযানী সারকার। তাঁকে সহযোগিতা করছেন একাধিক স্বেচ্ছাসেবক। বেশ কয়েকজন ফুল দিয়ে সাজিয়ে চলেছেন মন্দির চত্তর৷ জানা গেছে, এত বড় মাপের উৎসব এর আগে কখনও এই মঠে আয়োজিত হয়নি৷ রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামীজি শিবমন্ত্রানন্দজী মহারাজ বলেন, কল্পতরু উৎসব উপলক্ষে আগামীকাল সংগীত, পুজো, পাঠ, ধর্মীয় সভা সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে।


মহারাজ বলেন, কমপক্ষে ৪ থেকে ৫ হাজার ভক্তের সমাগম হবে আগামীকালের উৎসবে। তার প্রস্তুতি চলছে। ‘ভোর ৫টায় মঙ্গলারতির মধ্যে দিয়ে কল্পতরু উৎসব শুরু হবে। পুজোপাঠ ও পুস্পাঞ্জলির পর হোম শুরু হবে। ভক্ত ও দর্শনার্থীদের জন্য দুপুরে প্রসাদের ব্যবস্থা থাকছে। বিকেলে শুরু হবে ধর্মসভা। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী তাপহরানন্দজী মহারাজ ও মেখলিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ওঁকারাত্মানন্দজী মহারাজ।


এরপর থাকছে ভক্তদের দ্বারা পরিচালিত গীতি আলেখ্য ‘করুনাধারায় এসো’। পরদিন সোমবার সকাল ৫টায় মঙ্গলারতি অনুষ্ঠিত হবে। এরপর নিত্য পুজোপাঠের পর দুপুরে কালিয়াগঞ্জের ভক্তরা পরিবেশিত করবেন শ্রুতিনাটক ‘লীলাময় শ্রীরামকৃষ্ণ’। পাশাপাশি, সন্ধ্যায় সন্ধ্যারতির পর হবে আলোচনা, কীর্ত্তন ও সংগীত।’







