News Britant

নন্দকুমার কান্ডে থানা ঘেরাও করে রায়গঞ্জ, ইটাহারে বিক্ষোভ সিপিএমের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জ ও ইটাহারঃ  পূর্ব মেদিনীপুরের নন্দ কুমারে সিপিআইএম পার্টির কর্মীদের উপরে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিকেলে ইটাহারে ধিক্কার মিছিল ও পথসভা করল সিপিআইএম। এদিন রায়গঞ্জ ও ইটাহার সিপিআইএম পার্টির পক্ষ থেকে  সমগ্র রাজ্য তথা জেলার পাশাপাশি এই কর্মসূচি পালন করা হয়। রাজ্য পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে এদিনের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, গতকাল অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দ কুমার বিডিও অফিসে রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করতে যায় সিপিআইএম পার্টি। সেই বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইএম পার্টির নেতা কর্মীদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করে স্থানীয় পুলিশ বাহিনী।
পাশাপাশি রাতের অন্ধকারে নন্দ কুমার এলাকার সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, পার্টি কর্মীদের মারধোর সহ বেশকয়েকজন নেতাকর্মীকে বেআইনি ভাবে গ্রেপ্তার করে পুলিশ। নন্দকুমারের এই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইটাহারেও সিপিআইএম পার্টির ধিক্কার মিছিল ও বিক্ষোভ পথসভা বলে জানাযায়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্য জুড়ে হিংসার ঘটনায় সরব হন উপস্থিত সিপিআইএম পার্টির নেতৃত্ব কর্মীরা। রায়গঞ্জে পোড়ানো হয় পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা।

Leave a Comment