News Britant

ইসলামপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: আজ ১লা জানুয়ারী। নববর্ষের পাশাপাশি এই দিনটি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। আজকের দিনেই জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেস দলের। সেই অনুযায়ী আজ দিনভর নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় চলছে নানান কর্মসূচি। একই ছবি লক্ষ করা গেল ইসলামপুরেও। ইসলামপুর তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেওয়া হয় সামাজিক উদ্যোগ।
এদিন ইসলামপুর মহাকুমা হাসপাতালে রোগীদের ফল বিতরণের মাধ্যমে শুভ সূচনা হলো নতুন বছরের। জেলা সভাপতি কানাইলাল আগাওয়ালের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয় এই কর্মসূচি। যার বিশেষ দায়িত্বে ছিলেন টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার ও যুব টাউন সভাপতি বিক্রম দাস।  উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তারা।
অন্যদিকে ১লা জানুয়ারী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা। ১৯৯৮ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল তৃণমূল কংগ্রেসের। সারা রাজ্যজুড়ে আজ এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও এদিন যথাযথ মর্যাদার সাথে প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকার পাশপাশি রামগঞ্জ, ধুলিগাঁওয়ের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
রামগঞ্জে দলীয় পতাকা উত্তোলন করেন তৃনমূল নেতা ইদ্রিস আলম। তৃণমূল নেতা ইদ্রিস আলম বলেন, রামগঞ্জের এই পার্টি অফিসে গত ২৬ বছর ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালিত করা হয়। রামগঞ্জে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছপ পঞ্চায়েত।  আগামীতেও এই এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত  থাকবে বলে তিনি দাবি করেছেন।
তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লকের সহ সভাপতি কমালউদ্দিন বলেন যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিকাশ করেছেন তাকে দেখিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ধরনের সাফল্য পাবে পাশাপাশি তিনি দাবী করেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ও তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হবে তার পাশাপাশি তিনি আরো বলেন দেশের সমস্ত রাজ্যের বিরোধী নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় কে আগামী লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিতে বলছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে।

Leave a Comment