News Britant

আলু নিয়ে হতাশায় ইসলামপুরের চাষীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুরঃ এবছরে আলুর ফলন বৃদ্ধি পেয়েছে মাত্রাতিরিক্ত ভাবে। প্রথম দিকে এই ফলন নিয়ে এলাকার চাষীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেলেও শেষে খানিকটা হতাশায় গিয়ে ঠেকে এই উদ্দীপনা। কৃষকরা বলছেন আলুর ফলন ভালো ও এখনো অবধি আলুর কোন রোগ পোকা বা রোগের আক্রান্ত খবর নেই। তবে সমস্যা তৈরী হয়েছে আলুর দাম নিয়ে। বর্তমানে সারের দাম অত্যাধিক।
এছাড়া আনুসাঙ্গিক জিনিসপত্রের দামও যথেষ্ট বেশী। যার ফলে আলু চাষ করতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এদিকে আলুর ফলন এতটা ভালো হয়েছে যার ফলে চাহিদা অনেকটাই নেমে যাবে বলে উদ্বেগে ভুগছেন চাষীরা। অপরদিকে ব্লক কৃষি আধিকারিক ড: সিজার মজুমদার জানিয়েছেন আলুর চাষ গত বছরের থেকে এইবার বেশি জমিতে হয়েছে, যার ফলে চাষের এলাকাও বেড়েছে।
আলুর ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলুর চাষের রোগ পোকার আক্রমণও এখনো অব্দি কোন ভাবে দেখা যায়নি। তবে তিনি আরো বলেন রোগ পোকা আক্রমণ থেকে বিভিন্ন ওষুধ  আছে সেগুলো যেন ঘুরেফিরে প্রয়োগ করে। নাভি দশা রোগ, যে রোগ হলে আলু চাষের বিশালক্ষতির সম্মুখীন হতে হয়। চাষীদের পরামর্শ দেন বাজারে বিভিন্ন ওষুধ পাওয়া যায় তা কৃষি দপ্তরের থেকে পরামর্শ নিয়ে তারা যেন আলু ওপর প্রয়োগ করেন।

Leave a Comment