



#রায়গঞ্জঃ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাধিকাপুর এক্সপ্রেসে ছিনতাইবাজদের কবলে পড়লেন রায়গঞ্জের এক দম্পতি। ফলে খোয়া গেল নগদ অর্থ সহ মূল্যবান সব নথি ও বাড়ির চাবি। রেলের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি করলেন এই দম্পতি। আর এতে আবারও উঠল যাত্রী নিরাপত্তার প্রশ্ন।


জানা গেছে, ৩১শে জানুয়ারি কোলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে রায়গঞ্জ ফিরছিলেন রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকার বাসিন্দা চিরঞ্জীব চৌধুরী ও তার পরিবারের সদস্যরা। তারা জানান, এদিন মালদা স্টেশনের পর তাদের একটি ব্যাগ, যেখানে অর্থ, সমস্ত ডকুমেন্টস ও বাড়ির চাবি রাখা ছিল, সেটি চুরি হয়ে যায়।


চিরঞ্জীব বাবু বলেন, এই ট্রেনে প্রায়ই চুরি, ছিনতাইয়ের অভিযোগ ওঠে, তবুও রেল পুলিশের কোনো সদর্থক ভূমিকা দেখা যায় না। এদিন তিনি অনলাইনে অভিযোগ দায়ের করলেও রেল পুলিশ থেকে একটি ফোন ছাড়া আর কোনো সহযোগিতা পাওয়া যায় নি বলে জানা চিরঞ্জীব বাবু।









