



#মালবাজার: বছরের প্রথম দিনে গজালডোবায় পিকনিকের ঢল। উপছে পড়ল ভীড়। ভীড়ে বিকালে যানজট ব্যারেজে।যানজট এড়িয়ে বাড়ি ফিরতে অনেকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবিবার ছিল ২০২৩ সালের প্রথম দিন। প্রথম দিনে উৎসবের আনন্দে মেতে ওঠে সবাই। অনেকে পিকনিকের করতে বেরিয়ে পড়েন। বর্তমানে ডুয়ার্সের তিস্তা ব্যারেজ এলাকার গজালডোবা অন্যতম পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট।


প্রতিবছর পিকনিকের মরসুমে শিলিগুড়ি, জজলপাইগুড়ি, কোচবিহার ও ডুয়ার্সের নানা প্রান্ত থেকে বছরের প্রথম দিনে তিস্তা ব্যারেজ এলাকায় পিকনিক করতে আসেন। ছোট, বড় গাড়ি ও মানুষের ভীড়ে মেলা লেগে যায়। বিকালে ফেরার সময় মানুষের তারাহুরো ও ভীড়ে যানজট সৃষ্টি হয়। এবারও সেইরকম পরিবেশ তৈরি হয়। বাজার, চা দোকান হোটেল সর্বত্র উপছে পড়ে ভীড়। বিকালে ফেরার সময় সমস্যায় পড়ে অনেকে।


ব্যারেজের উপর গাড়ির লম্বা লাইন লেগে যায়। ভীড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমসিম খেতে হয়। ব্যারেজ পেরিয়ে ডুয়ার্সের দিকে আসতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেকের বাড়ি ফিরতে রাত হয়ে যায়। স্থানীয় মাছ ব্যবসায়ী সুবল সরকার বলেন, প্রতি বছর পিকনিকের সময় এরকম ভীড় হয়। গত বছরও এর চাইতেও ভীড় হয়েছিল। শুধু গজালডোবা নয়, এদিন গরুবাথান সহ অন্যান্য পিকনিক স্পটে লক্ষ্যনীয় ভীড় দেখা গেছে।









