News Britant

বছরের প্রথম দিনে শুরু হলো মাল অ্যাক্টোওয়ালার দ্বাদশ নাট্যোৎসব

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ বছরের প্রথম দিনে শুরু হলো পৌরসভার পৃষ্ঠপোষকতা ও ডামডিম যুব নাট্য সংস্থার সহযোগিতায় মাল অ্যাক্টোওয়ালার আয়োজনে দ্বাদশ নাট্যোৎসব। এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে  নাট্যোৎসবের সূচনা করেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট  মূকাভিনেতা সব্যসাচী দত্ত, মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, মালবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ অরূপ বরন চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্ব।
এদিন সন্ধ্যায় মাল সুভাষীনি উচ্চ বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র ভবনের নজরুল মঞ্চে এই নাট্যোৎসব শুরু হয়। উদ্বোধন করে বাংলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন বলেন, নাটক দেখতে আবার মানুষ আসবেন। আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এক সময় নাটক থেকে মুখ ফিরিয়েছিল। কিন্তু, সেটা বেশি দিন থাকেনি। এখন নাটক দেখতে হলে সেখানে এক বছর আগে বুকিং করতে হয়।সুতরাং হতাশার কারণ নেই”।
পুলিশ আধিকারিক শ্রী থাপা বলেন, নাটক থেকে মানুষ মুখ ফেরাচ্ছেন। এর পেছনে মোবাইল ও সিনেমার প্রভাব রয়েছে। তবে হতাশ হবেন না। নাটকের পেক্ষা গৃহ ভর্তি হবে। সাময়িক আবেগে মানুষ মুখ ফেরালেও আবারও মানুষ নাটক দেখতে আসবেন”।
এদিন স্বাগত ভাষন দেন অ্যাক্টোওয়ালার সম্পাদক সুধাংশু বিশ্বাস। এদিন দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমে ডামডিম যুব নাট্য সংস্থা পক্ষ থেকে “ভারতমাতা” এবং কলকাতার হযবরল প্রযোজিত  চন্দন সেন নির্দেশিত “ফিরে এসো”। চন্দন সেন তার লেখা তিনটি নাটকের একটি বই সুধাংশু বিশ্বাসের হাতে তুলে দেন।

Leave a Comment