



#মালবাজার: আসন্ন সারা ভারত বীমা কর্মচারী সমিতির ২৬ তম সম্মেলনকে সামনে রেখে পূর্বাঞ্চল বীমা কর্মচারী সমিতির উদ্যোগে একটি জাঁঠা গৌহাটি শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই জাঠার একটি অঙ্গ হিসাবে মালবাজার থেকেও এক প্রতিনিধি দল ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।


সম্মেলনকে কেন্দ্র করে ময়নাগুড়িতে পূর্বাঞ্চলের গৌহাটি থেকে মূল জাঁঠাটি উপস্থিত হবে। সেখান থেকেই জাঠা যাবে জলপাইগুড়ি শহরে। সেখানে ২৬ তম সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় বীমা কর্মচারী সমিতির উদ্যোগে একটি কর্মসূচি রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলেই জানানো হয় বিভাগীয় বীমা কর্মচারী সমিতির তরফে।


প্রসঙ্গত প্রশান্ত রায় বলেন, “মূলত সম্মেলনের বার্তা, মানুষের অধিকার, রাষ্ট্রয়াত্ত সংস্থাকে রক্ষা করার বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই জাঠা কর্মসূচি”। প্রসঙ্গত জানা গেছে আগামী ৮ – ১১ই জানুয়ারি দীর্ঘ ৪৫ বছর পর কলকাতার বুকে বীমা কর্মচারী সমিতির ২৬ তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গৃহীত হয়েছে বলেই জানা গেছে।









