News Britant

মুখে মৃত্তিকা সংরক্ষণের বার্তা, সাইকেলে রায়গঞ্জে এলেন ভারত ভ্রমণকারী পরিমল কাঞ্জি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মুখে দেশের মৃত্তিকা সংরক্ষণের বার্তা। চোখে নতুন ভারতের স্বপ্ন। পিঠে পতপত করে উড়ছে জাতীয় পতাকা। পায়ে বনবন করে ঘুরছে সাইকেলের প্যাডেল। সাইকেলে চেপেছেন বিগত ১০ মাস ২ দিন আগে। দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী ঘুরে এদিন রায়গঞ্জে এসে পৌছেছেন ভারতের অন্যতম প্রখ্যাত সাইকেল অভিযাত্রী পরিমল কাঞ্জি। পরিমল বাবু এর আগে ভারত ভ্রমণে বেরিয়ে রায়গঞ্জে এসেছিলেন ২০২১ সালের ১০ই অগাস্ট। সেবার ভারতের উপকূল রেখা ধরে ভ্রমণ করলেও বাদ রেখেছিলেন উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য।
তাই এবার যখন পুনরায় সাইকেলে চেপে তিনি পথে নামেন, তখন বিশ্ব শান্তির বার্তার সাথে মৃত্তিকা সংরক্ষণের বার্তা গেঁথে নেন বুকে। এযাত্রায় তাঁর লক্ষ্য ভারতের সবকটি রাজ্যের রাজধানী। এদিন কসবা নেতাজী মোড় থেকে মালদার দিকে রওনা দেওয়ার আগে তিনি আমাদের বলেন, এর আগে উপকূল রেখা ধরে ভারত ভ্রমণ করে অনেক কিছু দেখি। শিখিও আরও বেশি। তখন করোনার আবহে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলাম। বাদ ছিল উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য।
তাই এবার একেবারে কোলকাতা থেকে বেরিয়ে রাঁচি হয়ে উত্তর ও দক্ষিণ ভারতের সবকটি রাজ্যের রাজধানী ছুঁয়ে এলাম। তাঁর কথায়, আমরা যদি সকলে মৃত্তিকা সংরক্ষণ নিয়ে এখনই সদর্থক ভূমিকা নিতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ দ্রুত ধংস হবে। সোমবার সকালে টুঙ্গিদীঘি থেকে রায়গঞ্জ এসে পৌছাতেই পরিমল বাবুর এমন ভারত ভ্রমণের উচ্ছ্বসিত প্রশংসা করে স্বাগত জানান রায়গঞ্জের পর্বতারোহী শঙ্কর ধর।
এরপর শঙ্কর বাবু বলেন, পরিমল কাঞ্জি নিজেই একজন সারা ভারতে সুপরিচিত সাইকিলিষ্ট। তার এই ভ্রমণ নিয়ে বিগত ১০ মাস ধরে টানটান উত্তেজনায় ছিলাম। ওঁনার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। এদিন যখন উনি ফোনে যোগাযোগ করলেন, তখন শুভেচ্ছা বার্তা নিয়ে তাঁর সাথে দেখা করতে এসেছি। ওনাকে এবং ওনার বার্তাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।
দেশের মানুষ যখন নিজের অজ্ঞানতার কারণে নানা ভাবে পরিবেশের দূষণ ঘটিয়ে চলেছেন, তখন পরিমল কাঞ্জির মত প্রবীন মানুষের সমাজের শিক্ষক হিসেবে ছড়িয়ে চলেছেন সমাজ সচেতনতার বার্তা। চলার পথের কষ্টকর অভিজ্ঞতা থেকে সমাজ কতটা পরিবর্তিত হয়, সেদিকেই তাকিয়ে পরিবেশ চিন্তকেরা।

Leave a Comment