News Britant

চা-গাছ কলমের সময় নিজের ছুরিতে জখম হয়ে মৃত্যু ঘটলো এক শ্রমিকের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: চা- গাছ কলম করার সময় নিজের ধারালো কলমছুরিতে জখম হয়ে মৃত্যু ঘটলো এক চা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি এলাকার এক ক্ষুদ্র প্রজেক্ট চাবাগানে। মৃত শ্রমিকের নাম আমন এক্কা (৪০)। বাড়ি মেটেলি চাবাগানের মালহার লাইন শ্রমিক মহল্লায়।
চাবাগান ও পুলিশ সুত্রে জানাগেছে, এখন চা কলম ও পরিচর্চার মরসুম। সোমবার ওই প্রোজেক্ট চাবাগানে ৮ জন শ্রমিক ধারালো ছুরি দিয়ে  চা- গাছ কলম করার কাজ করছিল। কাজ করার সময় আচমকা আমন এক্কা পা পিছলে একটি নালায় পড়ে যায়। সেইসময় নিজের ছুরিতে গুরুতর জখম ওই শ্রমিক। রক্ত ক্ষরণ হয়।
দ্রুত তাকে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ওই চাবাগানের মালিক বিশ্বনাথ ওঁরাও এবং মেটেলি থানার পুলিশ। মেটেলি থানার পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment