



#বিনোদন ডেস্ক: ‘আজ ভোরে মা চলে গেলো’ সকাল সকাল জানালেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী কন্যা শ্রাবণী সেন। মঙ্গলবার ভোর চারটে নাগাদ মা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুমিত্রা সেন হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন। মার্চেই ৯০ বছরে পা রাখতেন প্রবীণ শিল্পী, কিন্তু তা আর হল না। দীর্ঘদিন ধরেই বার্ধক্যের নানা সমস্যায় ভুগছিলেন।
সুমিত্রা সেনের দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন, দুজনেই নামী সঙ্গীত শিল্পী। গতকাল অর্থাত্ সোমবারই তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। গত ২১ ডিসেম্বর সুমিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করা হয়। ইন্দ্রাণী সেন জানান, বাড়িতে আনার পরে উনি অনেকটা শান্তি পেয়েছিলেন। শেষের দিকে কিডনি ফেল করে যায়। সোমবার রাতেও লোকজনকে চিনতে পেরেছেন। আজ ভোর ৪টে নাগাদ তাঁর হার্ট অ্যাটাক হয়। তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেয়ে শ্রাবণী সেন জানান, চিকিত্সকদের পরামর্শেই সুমিত্রা সেনকে তাঁরা বাড়িতে আনেন। ডিসেম্বর মাসে প্রবল সর্দি-কাশি হয় তাঁর। ফুসফুসে ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ধীরে ধীরে তার প্রভাব পড়ে অন্যান্য অর্গ্যানেও। ২০১১ সালে রবীন্দ্রসদনের দায়িত্ব পেয়েছিলেন তিনি । শিল্পীর প্রয়াণে শোকাহত সঙ্গীতজগৎ। তাঁর রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের কাছে চির সম্পদ। ‘রেস্ট ইন মিউজিক’, শিল্পীর প্রয়াণে এমন কথাই লিখেছেন অনুরাগীরা।
