News Britant

আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামল বিজেপি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামল বিজেপি। মঙ্গলবার বিজেপি কর্মী ও নেতারা সমর্থকদেরকে নিয়ে ইসলামপুর বিজেপি দপ্তর থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে পৌঁছান। তারপর ইসলামপুর বিডিও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পাশাপাশি তারা বি ডি ও কে ডেপুটেশন দেন।
মঙ্গলবার এই ডেপুটেশন কর্মসূচীকে ঘিরে ইসলামপুর বি ডি ও অফিস চত্বর ছিল কড়া পুলিশি নিরাপত্তায় ঘেরা। বি জে পি নেতৃত্বের অভিযোগ, প্রকৃতপক্ষে যাঁদের নাম তালিকায় থাকা উচিৎ তাঁদের নাম নেই। অবিলম্বে তালিকায় সঠিক নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিজেপি নেতৃত্বের দাবি, আবাস যোজনা নিয়ে গ্রামেগঞ্জে যে দালালচক্র তৈরি হয়েছে তার দিকে প্রশাসনকে নজর দিতে হবে।
নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, সারা জেলার ও রাজ্যের পাশাপাশি ইসলামপুর এলাকায়ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই প্রকৃত মানুষ এঁর নাম এ লিস্টে শামিল করতে হবে এবং যারা দুর্নীতির কারণে ঘর পেয়েছে তাদের নাম বাতিল করতে হবে।
এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে পাশাপাশি যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এইসব দাবি নিয়ে তারা ইসলামপুর বি ডি ও অফিসে বি ডি ও দারস্থ হন। ইসলামপুর টাউন মন্ডল সভাপতি জ্যোতির্ময় শেঠ ওরফে চন্দন শেঠ জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার প্রতিবাদে এদিন এ অভিযান।

Leave a Comment