News Britant

কবিতা ও ছবির যুগলবন্দীতে ভিন্ন স্বাদের বই প্রকাশ রায়গঞ্জে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জ: নতুন বছরের প্রারম্ভে ভিন্ন স্বাদের বই প্রকাশ করলো শহরতলী প্রকাশনা। কবি শুভ্র শঙ্কর নাগ ও শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় জানালেন, বইটি আসলে কবিতা ও ছবির যুগলবন্দী। অনেকদিন ধরেই এই পরিকল্পনা করা হচ্ছিল। নানা রকমের পরীক্ষামূলক উপস্থাপনা রয়েছে বইটিতে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন চিন্তাভাবনা ধরার চেষ্টা করা হয়েছে ‘ ছবিদের আত্মীয়-স্বজন’ বইটিতে।

এদিন বইটি উদ্ভোদন করে কবিতা, ছবি ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপন্যাসিক ও লেখক সুদর্শন ব্রহ্মচারী, বিশিষ্ট লেখক প্রিয়রঞ্জন পাল, সাংবাদিক সুনীল চন্দ, সুকুমার বাড়ুই প্রমুখ। পাশাপাশি নতুন গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করলো “স্বপনের ফেরিওয়ালা”র শিল্পীরা৷ ২০ টি অলংকরণ নিয়ে শিল্পী শিবশঙ্কর উপাধ্যায়ের প্রদর্শনী ছিল আকর্ষণ এর বিষয়।

Leave a Comment