News Britant

সামনেই সরস্বতী পুজো, করোনা আতঙ্কে ভুগছন রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সামনেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ও পুজো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ধূমধাম সহকারে এই দেবীর পুজো ও অঞ্জলি উদযাপিত হয়। পঞ্জিকা অনুসারে, এই ইংরেজি মাসের চতুর্থ সপ্তাহে ২৬শে জানুয়ারি বসন্ত পঞ্চমী। তিথি অনুসারে ঐদিন সরস্বতী পুজো। কিন্তু চিনের করোনা পরিস্থিতি আবারও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রায়গঞ্জ কুমোরটুলির মৃৎশিল্পীদের।
এদিন রায়গঞ্জের কুমোরটুলি বলে পরিচিত কাঞ্চনপল্লীতে গিয়ে দেখা গেল, প্রতিটি পাল বাড়িতেই তৈরি হয়েছে বেশ ভালো সংখ্যায় সরস্বতী প্রতিমা। কিন্তু করোনা নিয়ে সরকারি ঘোষনার অপেক্ষায় রয়েছেন তারা। মৃৎশিল্পীরা বলেন, শুনেছি করোনা মহামারীর প্রকোপ আবারও বাড়ছে। এবার যদি আবারও করোনার জন্য লকডাউন বা ট্রেন বন্ধ হয়ে যায়, তাহলে সরস্বতী পুজোয় আবারও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
এদিন রায়গঞ্জ কুমোরটুলির প্রবীন মৃৎশিল্পী নারায়ন পাল বলেন, এবছর আবহাওয়া অনুকূল থাকায় প্রতিটি পাল বাড়ির কারখানাতে প্রচুর সংখ্যায় সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। এরকম পরিস্থিতিতে আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ। সরকার যদি করোনার বাড়াবাড়ি দেখে, আবারও ট্রেন বন্ধ করে দেয়, তাহলে মাথায় হাত পড়বে। একই বক্তব্য, জয়দেব পালেরও।
তিনি বলেন, ২০২১ ও ২০২২ সালের সরস্বতী পুজোয় আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত। সরকার আমাদের দিকে কোনো আর্থিক সহয়তা দেয় নি। এবার যদি আবারও করোনা ভীতিতে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের বড় ক্ষতি হবে। প্রতিমা নির্মাণ শিল্পের সাথে জড়িত আরেক মৃৎশিল্পী নারায়ন পাল (ছোট) জানান, আমাদের প্রতিমার ক্রেতারা আসে মূলত বিহারের বারসই, কাচনা, ধাচনা, কাটিহার, মুকুরিয়া, সোনালি, তেলতা সহ বিহারের বিভিন্ন প্রান্ত থেকে। যদি করোনার এই ঢেউয়ে আবারও ট্রেনের চাকা বন্ধ রাখা হয়, তাহলে তারা আসতে পারবে না।
ফলে কুমোরটুলির বাণিজ্য ধাক্কা খাবে। জানা গেছে, রায়গঞ্জের তৈরি সরস্বতী প্রতিমার বিক্রি মূলত নির্ভর করে বিহারের বাজারের ওপর। সরকারি সিদ্ধান্তে এর আগের ২ বছর প্যাসেঞ্জার ট্রেন যোগাযোগ বন্ধ থাকায়, প্রতি শিল্পীর ঘরে আটকে পড়েছিল বহু সংখ্যক প্রতিমা। এবার আবারও করোনা ভীতি বাড়তে থাকায়,  সরকার কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে মৃৎশিল্পীরা।

Leave a Comment