



#মালবাজার: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ালো মাল ব্লকের ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার শিক্ষকের। বর্ধমানের বাসিন্দা সৌরভ সাম নামে ওই শিক্ষক ২০১৯ সালের ১২ জুন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।শীতের ছুটির পর পুরোদমে পঠনপাঠন চালু না হলেও পুনরায় বিদ্যালয় খুলতেই এদিনও যথারীতি ওই শিক্ষক স্কুলে এসে ছাত্রদের ভর্তির জন্য প্রয়োজনীয় কাজ করেছেন।


এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ওএমআর শিটে ওই শিক্ষক এবং ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাম থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতূহলী সংশ্লিষ্ট মহল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ সাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তালিকায় তার নাম থাকা প্রসঙ্গে বলেন, “এটা একটা রাজনৈতিক চক্রান্ত।বর্ধমান জেলায় আমার ভাই বিজেপির সঙ্গে জড়িত বলেই এভাবে আমার নাম বিভিন্ন জায়গায় খবর হচ্ছে।”


তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওএমআর শিটের স্ক্যান কপিতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে আমার পরিক্ষা দেওয়া (২০১৬) ওএম আর সিটের উত্তর পত্র খানিকটা মিলছে এবং খানিকটা মিলছে না। কমিশনের ওয়েব সাইটে দেওয়া ওএম আর সিট। তাই আমি অরিজিনাল ও এম আর সিটের সাথে কমিশনের দেওয়া স্ক্যানিং ও এম আর সিট মিলিয়ে দেখার ইচ্ছে প্রকাশ করছি।


আমি অরিজিনাল কপি দেখার অপেক্ষায় রয়েছি।আমার মনে কোনও ভয় বা সংশয় নেই।এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও নির্দেশ আমার কাছে আসে নি। নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবো।” এদিকে এ প্রসঙ্গে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের টীচার ইন চার্জ নিরুমোহন রায় আবার ছেলেমেয়েদের পড়ানো থেকে শুরু করে বিদ্যালয়ের প্রতিটি কাজে সৌরভ সামের প্রচন্ড উৎসাহী ভুমিকার উল্লেখ করে বলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি বিষয় আমারও নজরে এসেছে। যদিও এখনও অব্দি,শিক্ষা দপ্তর বা স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে আমার কাছে কোনও নির্দেশ আসে নি।তেমন কিছু আসার পর নির্দেশিকা মেনে ব্যবস্থা গ্রহন করা হবে।






