



#মালবাজার: বুধবার সাতসকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন তাকে বাড়িতে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। ১৪/২২১ পার্টের মৃতা পঞ্চায়েত সদস্যার নাম সীমা দাস।


সদা হাসিমুখ ও জনপ্রিয় নেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, তিনি শাসক থেকে বিরোধী সকলের কাছেই সমানভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বাড়িতে উপস্থিত হন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী, অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই ঘটনায় শাসক দলের পাশাপাশি মর্মাহত বিরোধীরাও।


খবর পেয়ে বানারহাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ দিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও পুলিশ সহ স্থানীয়দের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ। এবিষয়ে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী বলেন, এত হাসিখুশি ও জনপ্রিয় মহিলা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে দলের অনেক বড় ক্ষতি হল।









