



#মালবাজারঃ রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের পর বুধবার দুপুরে নাগরাকাটা ব্লকের বন্ধ বামনডাঙ্গা চাবাগানের শ্রমিকদের সাথে বৈঠক করল কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। কেন্দ্রীয় মন্ত্রীও এদিন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি শ্রমিকদের সব রকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা।


উল্লেখ্য, মঙ্গলবার বামনডাঙ্গা চাবাগান পরিদর্শন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। তিনি শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত চাবাগান খোলার উদ্যোগের কথা জানান। বুলু বাবুর পরিদর্শনের একদিন বাদে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা পরিদর্শনে আসেন। জন বাবু অভিযোগ করে বলেন, এই চাবাগান স্মুত চলছিল।


হটাৎ করে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নতুন এক মালিককে নিয়ে বাগান দেখায় বলে শুনেছি। সম্ভবত এজন্য উদ্বিগ্ন হয়ে ম্যানেজার বাগান বন্ধ করে চলে গেছেন। যাহোক আমরা শ্রমিকদের পাশে আছি”। এদিন জন বাবুর সাথে ছিলেন, এসটী মোর্চার রাজ্য সভানেত্রী সীমা কেরকাট্টা, বিজেপির বিটিডাব্লুইউএর সাধারণ সম্পাদক সন্তোষ হাতি।


বিজেপির নাগরাকাটা মন্ডল্র সাধারণ সম্পাদক তন্ময় নার্জিনারি, জেলার সাধারণ সম্পাদক মনোজ ভুজেল ভুজেল, বিটিডাব্লুইউএর সম্পাদক টারজান মাহালি, এছাড়াও ছিলেন ওম প্রকাশ রায়, শঙ্কর ছেত্রী, রাজিব তির্কি, অমিত ভুজেল সহ অনান্যরা।







