



#সুমন রায়, রায়গঞ্জঃ ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকলকে রুবেলা ভ্যাকসিন দিতে উদ্যোগী হলো উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।৯ জানুয়ারী থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।
যারা এই ভ্যাকসিন আগেও নিয়েছে তাদেরকে এই ভ্যাকসিনের ডোজ অতিরিক্ত ডোজ হিসেবে দেওয়া হবে বলে জানানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। রায়গঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ী কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়গুলো এমনকি বেসরকারি স্কুলেও এই ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হবে। তবে বাড়ি বাড়ি গিয়ে এই ভ্যাকসিন প্রদান করা হবেনা বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা।
বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ভ্যাকসিন ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর পর্যন্ত দেওয়া হবে। অন্যান্য ভ্যাকসিন মতই এই ভ্যাকসিন নেওয়ার পর জ্বর ও ব্যথার মত সামান্য উপসর্গ দেখা দিলেও তেমন কোনো সমস্যা এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে হবেনা তবে যাদের ভ্যাকসিনে অ্যালার্জি এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে তাদের এই ভ্যাকসিনের প্রদানের আওতায় আনা হবেনা বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সারা রাজ্যে ২৩১ লক্ষ রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে যার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় ৮ লক্ষ ৮৬ হাজার ৬৫১ জনকে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের থেকে এদিন জানানো হয়।
