News Britant

প্রয়াত সাহিত্যিক দেবেশ চক্রবর্তীকে শ্রদ্ধা নিবেদনে হাতেই ব্যাকড্রপ আঁকল শিল্পীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বুধবার বিকেলে রায়গঞ্জে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রয়াত সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তীর স্মরণ সভা।  এদিন রায়গঞ্জের  মধ্যমোহনবাটী গ্রন্থগারে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিভিন্ন অংশের বিশিষ্টজনেরা। গত ২৯ শে নভেম্বর হাসপাতালের ১৬ দিনের লড়াইয়ে শেষে প্রয়াত হন সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তী।
তিনি একদিকে ছিলেন সমগ্র বাংলা  সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক, পাশাপাশি মানুষ হিসেবে তাঁর গ্রহণ যোগ্যতা ছিল সীমাহীন। এদিন স্মরণ সভায় আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক প্রিয়রঞ্জন পাল বলেন, এদিন দেবেশ দার স্মরণ সভার প্রথমে সভাপতি  হিসেবে দায়িত্ব নেন প্রবীন সাহিত্যিক  ভানুকিশোর সরকার। দেবেশ বাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হয় স্মরণসভা।
শোক প্রস্তাব পাঠ ও প্রয়াত সাহিত্যিকের পরিবারকে শোকবার্তা প্রদান করেন যুগ্ম সম্পাদক প্রিয়রঞ্জন পাল। শুরু হয় নীরবতা পালন। সংগীত পরিবেশন করেন পাপিয়া চক্রবর্তী ও পিয়ালী চক্রবর্তী । দেবেশ বাবুকে নিয়ে আলোচনায় নানাকথা তুলে আনেন আশিষ সরকার ও অরূপ মিত্র। শ্রদ্ধা নিবেদন করতে প্রয়াত সাহিত্যিকের লেখা গল্প পাঠ করেন বাচিক ও নাট্য শিল্পী গৌতম মুখার্জি। কবিতা পাঠ করে কৌশিক ব্যানার্জী।
প্রিয় বাবু জানান, এদিনের অনুষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, মঞ্চের ব্যাকড্রপটি তৈরি হয় ফ্লেক্সের বদলে শিল্পী দের লেখা ও আঁকা দিয়ে। এতে ছবি এঁকেছেন অভিজিৎ সরকার, বিজয় মন্ডল, লিখেছেন সুভাষ রাহা। আর ফ্রেম নির্মাণে ছিলেন অরূপ ধর। সবশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি ভানু কিশোর সরকার।

Leave a Comment