



#ইসলামপুর: অবশেষে এলাকাবাসীর দাবী পূরন। বেহাল রাস্তা সংস্কারের কাজের সূচন হল বৃহস্পতিবার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাঁঠালবাড়ি মাদ্রাসা সংলগ্ন প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পরেছিল। রাস্তার উপর থেকে উঠে গিয়েছে পীচের চাদর। ভরে গিয়েছে খানাখন্দে। এই বেহাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারন মানুষ।


এই রাস্তা দিয়েই প্রতিদিন বহু গাড়ি যাতায়াত করে। রাস্তাটি সংস্কারের জন্য দাবী জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবীকে মান্যতা দিয়ে আজ সেই রাস্তার সাড়ে সাতশো মিটার অংশে কাজের শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি হাজী শরিফ সহ অন্যান্যরা।


এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। হাজী শরিফ বলেন, ৯ নং ওয়ার্ডের পরিধি অনেক বড়। প্রচুর বড়বড় রাস্তা রয়েছে। সেকারনে ধীরে ধীরে সবটাই করা হচ্ছে। এই ২ কিলোমিটার রাস্তার বাকী অংশেও কাজ হবে। পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাস্তাটির খুব দরকার ছিল। যেহেতু শহর সংগ্ন রাস্তা। তাই মানুষের খুব উপকার হবে। এই এলাকায় পৌরসভা ও পঞ্চায়েত পাশাপাশি রয়েছে। প্রতিটি রাস্তার বিস্তৃতি অনেক বেশী। তাই সবখানের উন্নয়ন পৌছবে।









