



#ইসলামপুর: একেই বলে পেটের জ্বালা। ক্ষুধা নিবারনের জন্য পনেরো বছর বয়সী কিশোর ফেরিওয়ালা হয়েছে। গত কিছুদিন আগেই এই ছবি আমরা দেখেছিলাম ইসলামপুর শহরে। দিন দিন যে এই প্রবনতা বাড়ছে আজ ফের তার প্রমান পাওয়া গেল।


১৫ বছর বয়সের এক কিশোরকে বাঁশের ও মাটির তৈরি খেলনা বিক্রি করতে দেখা গেল শহরের বুকে। পরিবারের ভার বহন করতে পড়াশোনা ছেড়ে আজ এই কিশোর ফেরিওয়ালার জীবিকা বেছে নিয়েছে। জানা যায়, রাজা নামের ঐ কিশোরের বাড়ি বিহারের কিশানগঞ্জে।


পঞ্চম শ্রেণি পর্যন্ত ছিল তার ছাত্র জীবন। আজ এক কঠিন বাস্তবের মুখোমুখি সে। এই বয়সে অন্যান্য শিশু কিশোররা যখন পড়াশোনা আর বাবা মায়ের কাছে আদর আবদারে জীবন কাটায়। তখন রাজার এই অসহায় জীবন প্রত্যক্ষ করলো এলাকাবাসী। এ যেন এক জীবন সংগ্রামের কাহিনী।









