



#ইসলামপুর: বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ইসলামপুর হাই স্কুল মোড় সংলগ্ন এলাকার একটি মুদিখানার দোকানে। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের মালিক দোকানে পুজো দেওয়ার জন্য প্রদীপ জ্বালিয়ে ছিল। এই প্রদীপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন ওই দোকান মালিক।


আগুন লেগেছে বুঝতে পারার সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না না গেলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ইসলামপুরের দমকর বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।











