News Britant

লাগাতার আদালত বয়কট আইনজীবিদের, কিন্তু কেন?

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: বিভিন্ন অভিযোগকে নিয়ে প্রায় ১৫ দিন থেকে ইসলামপুরের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ আদালত বয়কট করায় সমস্যায় পড়েছেন বিচার প্রার্থীরা। ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি গুরুদাস সাহা জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট১  আদালতের এক মহামান্য বিচারক  ক্ষমতার অপব্যবহার করে আদালতের আইনজীবীদের অসম্মান করেন এবং কাজিয়া জুড়ে দেন।
ফলে আমরা ওই আদালত বয়কটে সিদ্ধান্ত নিয়েছি গত ২০  ডিসেম্বর। অতীতেও একই আচরণের কারণে নভেম্বর মাসের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা ওই আদালত বয়কট করেছিলাম অন্যান্য মহামান্য বিচারকদের হস্তক্ষেপে সে সময় বিষয়টি মিটে যায়।
সম্প্রতি  আইনজীবী দের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি এবং ওই আইনজীবীর অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি খতিয়ে দেখে ইসলামপুর বার অ্যাসোসিয়েশন ওই আদালত বয়কটের সিদ্ধান্ত নেয় এবং তা এখনোও তা কার্যকর রয়েছে। বিষয়টি জেলা আদালতের বিচারক, হাইকোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Comment