



#মালবাজার: বৃহস্পতিবার বিকেলে নাগরাকাটা ব্লকের বন্ধ বামনডাঙ্গা চাবাগানে গরু আনতে গিয়ে বাইসনের আক্রমণে আহত হল এক ব্যক্তি। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঐ আহত ব্যক্তিকে সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।


জানা গিয়েছে, চাবাগানের ডায়না লাইনের বাসিন্দা মহাবীর টিজ্ঞা নামে ঐ ব্যক্তি পাশেই জঙ্গলের ধারে নিজের গরু আনতে যায়। সেই সময় হঠাৎই একটি বাইসন ডায়না জঙ্গল থেকে বেড়িয়ে এসে তাকে আক্রমণ করে বসে। আক্রমণ করেই বাইসনটি ফের দৌড় দিয়ে জঙ্গলে ঢুকে যায়। নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত বামনডাঙ্গা চাবাগান জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে। হাতি, বাইসন, চিতাবাঘের উপদ্রব লেগেই থাকে।











