



#ইসলামপুর: লোকালয়ে মানব দেহের দেহাংশ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের চার নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই এলাকায় রাস্তার পাশ থেকে ময়নাতদন্ত বিভাগের বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার হয় যার মধ্যে একটি ব্যাগে পাত্রের মধ্যে মানবদেহের কিছু দেহাংশ পাওয়া গিয়েছে।
ঘটনা কি কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। প্রথমদিকে তারা বুঝতে না পারলেও পরে ময়নাতদন্ত বিভাগের ব্যাগগুলো দেখে তারা আন্দাজ করতে পারেন সংশ্লিষ্ট বিভাগ থেকেই ব্যাগগুলি ফেলা হয়েছে।
তবে লোকালয়ের মধ্যে এভাবে মানব দেহের দেহাংশ ফেলে রাখার ঘটনায় রীতিমতো খুব ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে সেই ব্যাগগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
