News Britant

তীব্র শীতের সাথে লড়াই করে মর্গের দরজায় দিন কাটছে বৃদ্ধর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: একেই বলে ভাগ্যের পরিহাস! ভাগ্যের জাঁতাকলে নদীয়ার ব্যবসায়ী প্রদীপ মালাকার আজ ইসলামপুরের ভবঘুরে। ইসলামপুর মহকুমা হাসপাতালের পাশ দিয়ে চলতে ফিরতে প্রায়ই এক বৃদ্ধ দেখতে পাওয়া যায়। উশকো খুশকো পাকা চুল দাড়ি। বয়সের ভারে শরীর যেন নুইয়ে পরেছে। এই প্রবল শৈত্য প্রবাহে তার অবস্থা আরও কাহিল।

আমরা ৪-৫ টি পোশাক পরেও উত্তুরে হাওয়ার দাপটে বাইরে দাঁড়াতে পারছি না অথচ তিনি একটি কম্বলে শীতের রাতে ফুটপাথে জীবন কাটাচ্ছেন। বড় কষ্ট তার। আজ ই এস নিউজের প্রতিনিধি কথা বলেন তার সাথে। তিনি বলেন একটা সময় নদীয়ায় থাকতেন। আলতা, সিঁদুর, নেলপলিশের ব্যবসা করতেন। পরে হঠাৎ করে কেমন যেন সব ওলট পালট হয়ে যায়।

বর্তমানে তার কেউ নেই। কিভাবে ইসলামপুরে এসে পরলেন তাও বলতে পারছেন না। চেয়ে চিন্তে একবেলা আধপেটা খেয়ে থাকতে হচ্ছে তাকে। কোনো দিন তাও জোটে না। একে কি বেঁচে থাকা বলে? মুখে না বললেও তার চোখে মুখে এই প্রশ্ন স্পষ্ট। যদিও এবিষয়ে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, ঐ বৃদ্ধকে পৌরসভার ভবঘুরেদের আশ্রয় হোমে তাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Comment