News Britant

যানজটখ্যাত ঢাকায় গন্তব্যে পৌঁছুতে মোটরবাইকে চাপলেন তুর্কি রাষ্ট্রদূত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: সবারই জানা, যানজটে কাবু বাংলাদেশের রাজধানী ঢাকা। এমনও দেখা গিয়েছে-এক মাইল পেরুতে একঘণ্টা সময়ও ব্যয় হয়েছে। এই যানজট এড়াতে শেখ হাসিনা সরকার প্রণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছন। কিন্তু তারপরও কাঙ্খিত পুরো ফল মিলছে না। ইতিমধ্যে ঢাকার উত্তরা থেকে মিরপুরের আগারগাঁও অবধি মেট্রোরেল চালু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অবধি চলতি বছরের শেষার্ধে চালু হওয়ার আশাবাদ করা হয়েছে।

এই পথ চালু হলে অনেকটাই যানজট কমবে বলে ঢাকাবাসীর ধারণা। এই যানজটের কবলে পড়ে মোটরসাইকেলে করে গন্তব্যে গেছেন তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি বৃহস্পতিবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোটরবাইকে আরোহনের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। মোটরসাইকেলটি ছিল অ্যাপভিত্তিক রাইড যানবাহন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান পাঠাওবিডিতে তালিকাভুক্ত এক চালকের।

রাষ্ট্রদূত চালককে ডেকে এনে তার গন্তব্যে গিয়েছেন। রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পাঠাওবিডির চালকের সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যামের জন্য নিজের বিদায়ী নৈশভোজে যখন ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি তৈরি হয় তখন আপনি এটিই করতে পারেন, আপনি পাঠাওবিডির মোটরসাইকেল ডাকবেন, আপনি সময় মতো পৌঁছাবেন, সঙ্গে একটা হেলম্যাটও পাবেন।

Leave a Comment