



#মালবাজার: রেশনে চাল আটা সরকার ঘোষিত পরিমাণের চাইতে কম পাচ্ছেন ডুয়ার্সের মাল ব্লকের নিউগ্লেনকো চাবাগানের শ্রমিকরা। দেওয়া কথা চাল আটা মিলিয়ে ৩৫ কেজি। সেখানে পাচ্ছেন ১৩ থেকে ১৫ কেজি আটা ও ১২ কেজি চাল পাচ্ছেন। অর্থাৎ নিদ্বিষ্ট পরিমানের চাইতে কম পাচ্ছেন এতেই ক্ষোভ জন্মেছিল শ্রমিকদের। বিশেষ করে মহিলাদের। কারণ তারাই তো সংসার চালান। এজন্য মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন মহিলারা।


শনিবার সকালে রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক চা বাগানের পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করতে আসেন। সেখানে প্রাথমিক স্কুলের মাঠে বক্তব্য রাখেন মন্ত্রী।বক্তব্য শেষ হলে মাঠের মধ্যে মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন বিন্দিয়া মাহালি, ক্রিষ্টিনা মিঞ্জ সহ বেশ কিছু মহিলা। তারা পরিস্কার বলেন, “দীর্ঘদিন ধরে তাদের র্যাশানের চাল আটা কম দিচ্ছে। ১৩ প্যাকেট আটা ও ১২ কেজি চাল দেওয়া হচ্ছে।


শুধু তাই নয়, অনেকের ঘর জীর্ন। ঘর প্রয়োজন। এসব শুনে মন্ত্রী বলেন, রেশনে চাল আটা কম দেওয়া অনভিপ্রেত ও অমানবিক। এটা ঠিক নয়। ৩৫ কেজি করে পাওয়া উচিত সেখানে কম দেওয়া ঠিক নয়। আমি এখনি খাদ্য সরবরাহ দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেব। অন্যান্য সমস্যার গুলির খতিয়ে দেখে ব্যবস্থা নেব।









