



#মালবাজার: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে রাজ্য ব্যাপী” দিদির সুরক্ষা কবচ “কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবে রুপ দিতে মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভিত্তিক টানা কর্মসূচি নিল। শনিবার দুপুরে চালসা গোলাইয়ের লালশুকরা পার্কে এক সাংবাদিক সন্মেলন করে মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জোশেফ মুন্ডা জানান, “গত ২ জানুয়ারি আমাদের দলের কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়।


সেখানে আমাদের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৈরি জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সিদ্বান্ত হয় দিদির এই কর্মসূচি ও প্রকল্পের সুবিধা মানুষের কাছে সঠিক ভাবে পৌছে দিতে হবে। সেই কর্মসূচি অনুযায়ী আমরা মেটেলি ব্লকে আগামী ৯ জানুয়ারি থেকে ২৫ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। ওইদিন আমরা মেটেলি- ইন্ডং ও মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের মন্দির, মসজিদ, গীর্জা যেকোনো ধর্ম স্থান থেকে শুরু করব।


আমাদের সঙ্গে থাকবেন রাজ্যের নেতারা। আমরা প্রথমেই স্কুলে যাব। সেখানে দেখন দিদির ঘোষিত সবুজ সাথী, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পড়ুয়ারা পাচ্ছে কিনা তা দেখবো। তারপর ওই এলাকার বুথে গিয়ে মানুষের সঙ্গে মিলিত হব। সরকারি প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছে কি না? তা দেখবো।


এরপর সবাই মিলে দুপুরের লাঞ্চ কোন কর্মীদের বাড়িতে সেরে আবার কর্মসূচি চালিয়ে যাব। এই ভাবে আমাদের লাগাতার কর্মসূচি চলবে”। এদিন এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন নাগরাকাটা ব্লকের সভাপতি সঞ্জয় কুজুর, মাটিয়ালি – বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভুজেল প্রমুখ।







