News Britant

কলেজে স্টুডেন্টস উইকের শেষ দিনে ক্যারিয়ার কাউন্সিলিং

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের  তত্ত্বাবধানে “স্টুডেন্টস উইক পালন” উপলক্ষে শনিবার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত হলো ছাত্রছাত্রীদের জন্য একটি ক্যারিয়ার কাউন্সেলিং। এদিনের ক্যারিয়ার কাউন্সেলিং এ মূলত কলেজের ছাত্র ছাত্রীদের ভবিষ্যত ও কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন শহরের ক্যালটেক্স মোড়ে অবস্থিত একটি টেকনিকাল ইনস্টিটিউটের ডিরেক্টর।
মূলত কলেজের পঠন পাঠন চলাকালীন কিভাবে পড়ুয়ারারা নিজেকে আগামীর জন্য তৈরী করবেন এবং চাকরি সংক্রান্ত স্কিল সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা এদিনের ক্যারিয়ার কাউন্সেলিং এ। এরই সাথে কলেজের ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশ গঠনমূলক চিন্তনশীলতার উন্মেষ ও আধ্যাত্মিক চেতনা উন্মেষের মাধ্যমে যুব সম্প্রদায়কে সমাজ সংস্কারমূলক কার্যাবলীতে অংশগ্রহণে আগ্রহী করে তোলার এক বৃহত্তর প্রয়াসে দিকে লক্ষ্য রেখে গত সোমবার থেকে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে।
শনিবার তার অন্তিম দিনে ক্যারিয়ার কাউন্সেলিং এর সাথে সাথে ছাত্র ছাত্রীদের নিজের হাতে করা বিভিন্ন চিত্র এদিন প্রদর্ষিত হয়। সোমবার থেকে চলা অনুষ্ঠানে পর্যায়ক্রমে নৃত্য, অঙ্কন, আবৃত্তি, সংগীত কুইজ সহ একাধিক বিষয়ের ওপরে প্রতিযোগিতা হয়েছে। অন্তিম দিনে ক্যারিয়ার কাউন্সেলিং এর সাথে কর্মমুখী বিভিন্ন পরীক্ষার বইয়ের প্রদর্শনীও করা হয়েছে।
এরপরই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা নন্দিতা মুখার্জী সরকার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কলেজের গ্রন্থগারিক সঞ্জীব সিংহ সম্পূর্ণ অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন।

Leave a Comment