News Britant

রক্তদানে রাজনৈতিক হস্তক্ষেপ, রাজ্য সম্মেলনে হতাশা পদ্মশ্রী কাজী মাসুম আকতারের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ সমগ্র উত্তর বঙ্গ জুড়ে চলছে তীব্র শৈত্য প্রবাহ। তারই মাঝে শনিবার সকাল থেকে রায়গঞ্জে শুরু হল ওয়েষ্ট দিনাজপুর ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলন।  ব্লাড ডোনার্স ফোরামের দুই দিন ব্যাপী রাজ্য সম্মেলন উপলক্ষ্যে রায়গঞ্জের বিধানমঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শততম রক্তদাতা অপূর্ব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সংগঠনের সম্পাদক সুব্রত সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত ডঃ অরুণোদয় মন্ডল ও পদ্মশ্রী সম্মানে ভূষিত কাজী মাসুম আক্তার, রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে রক্তদানে রাজনীতির অনুপ্রবেশ নিয়ে ব্যথিত পদ্মশ্রী কাজী মাসুম আকতার। তিনি বলেন, রক্তদান শিবির গুলো রাজনৈতিক দল গুলো পরিচালনা করছে, এই অবধি ঠিক ছিল। কিন্তু প্রচারে আসছেন ওই রাজনৈতিক নেতৃত্বরা। আর যারা আসলে রক্তদান করছেন, তাদের অবস্থান হচ্ছে ঘরের কোণে।
এটা থেকে বেরিয়ে এসে, নতুন রক্তদাতা উদ্বুদ্ধকরণ করনের কাজ করতে হবে, তবেই সম্মেলনের সংকল্প সফল হবে। জেলা সম্পাদক সুব্রত সরকার জানান, এবারই প্রথম রাজ্য সম্মেলন উপলক্ষে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ের শামুকখোল পাখিকে নিয়ে মাস্কট তৈরি করা হয়েছে। যা এই সম্মেলনকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। হর ঘর রক্তদাতা তৈরি করার এক সংকল্প এদিন গ্রহণ করা হয় বলে জানালেন তিনি।
এছাড়াও, রাজ্য সম্মেলনের প্রথম দিন আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। ২ দিনের এই সম্মেলনে রক্তদান আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্র ও রাজ্য সরকারকে রক্তদান আন্দোলনের ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে বলে জানান অপূর্ব ঘোষ। তিনি বলেন, ২ দিন ব্যাপী এই সম্মেলনে ২২০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

Leave a Comment