



#রায়গঞ্জঃ শনিবার সকাল থেকে রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলন। এই সম্মেলনে নিজের বাসভূমি জলপাইগুড়ি জেলার বামনপাড়া থেকে সাইকেল চালিয়ে এসে নজর কেড়েছেন অবসর প্রাপ্ত সেনাকর্মী গোবিন্দ চন্দ্র সরকার। তবে এবারই যে প্রথম উনি সাইকেলে চেপে এক শহর থেকে অন্য শহরে এলেন, তেমনটা নয়।
এর আগেও সারা ভারতবর্ষের বিভিন্ন শহর, নগর, গ্রামে নেশা ও হিংসা মুক্ত ভারত গড়ার স্বপ্ন নিয়ে পথে নেমেছেন। এদিন রায়গঞ্জ বিধান মঞ্চে গোবিন্দ বাবুকে দেখতে ভিড় জমান সম্মেলনে উপস্থিত রক্তদান আন্দোলনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবকেরাও। জানা গেছে, রক্তদান জীবনদান এবং নেশা ও হিংসা মুক্ত ভারত গড়ার স্বপ্ন নিয়ে চাকরী জীবনের অবসরের পর সাইকেলে ঘুরে ঘুরে বার্তা দেন গোবিন্দ চন্দ্র সরকার।
তিনি জানান, যতদিন তিনি সুস্থ থাকবেন, ততদিন এই সচেতনতার কাজ তিনি করে যাবেন। তাঁর কথায়, আমি আমার সেনাবাহিনীর চাকুরী থেকে অবসর নেওয়ার পর, সারা দেশে যোগ সাধনা নিয়ে প্রচার অভিযান করেছি। তারপর ছোট শিশু ও সাধারণ মানুষের মধ্যে মোবাইল ব্যবহারের অনুপকারী বিষয় গুলো নিয়ে অভিযান করেছি। কমপক্ষে ২০ হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়েছি। এটাই আমার আগামী দিনের লক্ষ্য।
এদিন সম্মেলন মঞ্চের বাইরে সাইকেল নিয়ে বিভিন্ন খেলা এবং যোগ ব্যায়াম করে দেখান। রায়গঞ্জ মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস,সমাজকর্মী প্রণব দেবনাথ, অচিন্ত্য দেব সহ অন্যান্যরা ছিলেন। আগামী দিনে গোবিন্দ বাবুর লক্ষ্য বাংলাদেশের মাটি, নিজের মুখেই এমনটা জানালেন তিনি।
