



#ইসলামপুর: হারিয়ে যাওয়া খেলনা এইভাবে ফিরে পাবে ভাবতে পারেননি ওই শিশুর বাবা-মা। রেল পুলিশের মানবিক মুখ দেখে উচ্ছিসিত পরিবার। এবং রেল মন্ত্রক ও রেল পুলিশকে ধন্যবাদ জানান ওই শিশুটির বাবা মহিত রেজা।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চার জানুয়ারি ইসলামপুর থানার কাজিগাঁও এলার বাসিন্দা মহিত রেজা তার পরিবারকে নিয়ে সেকেন্দ্রাবাদ আগরতলা এক্সপ্রেস করে সেকেন্দ্রাবাদ থেকে বিহারের কিষানগঞ্জ রেল স্টেশনে নামেন।
মহিত রেজা পরিবারকে নিয়ে নেমে গেলেও দেড় বছরের শিশুর খেলনাটি ওই ট্রেনের কামরায় ছেড়ে দেন। খেলনা হারিয়ে যাওয়ার পর শিশুটি কান্নায় ভেঙে পড়ে। সেই শিশুটির কান্না দেখে অন্য এক যাত্রী রেল মন্ত্রকের কাছে খেলনা হারিয়ে যাওয়ার অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে শিলিগুড়ি এনজেপি তে ওই কামরা থেকে খেলনাটি নামিয়ে নেন রেল পুলিশ।
শুক্রবার ওই খেলনাটি ইসলামপুর থানার আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের রেল পুলিশের হাতে তুলে দেন এনজেপি রেল পুলিশের আধিকারিকরা। তড়িঘড়ি আলুয়াবাড়ি রোড জংশনের ওসি বিপ্লব দত্তের নেতৃত্বে খেলনাটি নিয়ে ওই ব্যক্তির বাড়ি খুঁজতে শুরু করে রেল পুলিশের আধিকারিকরা।
প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় মহিত রেজার বাড়িতে গিয়ে শিশুটির হাতে খেলনাটি তুলে দেন রেল পুলিশের আধিকারিকরা। প্রিয় খেলনাটি ফিরে পেয়ে আবার ওই খেলনা নিয়ে রেল পুলিশের সামনেই খেলতে শুরু করে শিশুটি। যা দেখে ভাবুক হয়ে যান রেল পুলিশ থেকে শুরু পরিবারের সদস্যরা।
