News Britant

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে নেতাজী বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ শনিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের মালঞ্চা হাই স্কুলে অনুষ্ঠিত হল ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও  নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় নেতাজী বিষয়ক একটি বক্তৃতা প্রতিযোগিতা।  এই বক্তৃতা প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল মালঞ্চা স্পোর্টস একাডেমী। জানা গেছে, এদিনের প্রতিযোগিতার সেরা প্রতিযোগী আগামী ১০ তারিখ রাজ্য পর্যায় এবং ১২ তারিখ জাতীয় পর্যায়ে অনলাইন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

পরবর্তীতে জাতীয় পর্যায়ের সেরারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ পাবে ও ভারতীয় সংসদে বক্তব্য রাখতে পারবে, এমনটাই জানালেন মালঞ্চা স্পোর্টস একাডেমীর কর্ণধার কানু চন্দ্র দে। তিনি বলেন, কেন্দ্র সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

আগামী ২৩শে জানুয়ারি দেশ জুড়ে পালিত হবে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬ তম জন্মদিন। তার আগে এই জেলা, রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বেশ কয়েক জন নেতাজি অনুরাগীরাও।

Leave a Comment