News Britant

রায়গঞ্জে দুষ্কৃতীদের দৌরাত্মে কারখানা বন্ধ করার ভাবনা মালিকপক্ষের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#রায়গঞ্জঃ রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় একটি বেসরকারি ফুড প্রোডাক্ট কারখানায় দুষ্কৃতী ও তোলাবাজদের দৌরাত্ম্যে সমস্যায় কারখানার মালিক। দীর্ঘদিন ধরে এলাকার চার দুষ্কৃতী বিভিন্ন সময়ে কারখানায় গিয়ে তোলা চাওয়া থেকে শুরু করে কারখানার কাজে নানারকম বাঁধা দেওয়ার চেষ্টা করে চলেছে। এমনকি ভিন রাজ্যের শ্রমিকরা ওই কারখানায় কাজ করলেও তাদের কাছ থেকে তোলা চাওয়া হয় আর তোলা না দিলেই তাদের মারাধর করা হয় বলে অভিযোগ কারখানার মালিক সন্দীপ বিশ্বাসের।

আর দুষ্কৃতীদের এই অত্যাচারে দিশেহারা কারখানায় মালিক। দুষ্কৃতীদের মারধরের জেরে হাসপাতালে ভর্তি করা হয় কারখানার এক শ্রমিককে। এই ঘটনায় কারখানার মালিকের বক্তব্য, চারশো জনের মত শ্রমিক কাজ করেন তাঁর কারখানায় কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় দুষ্কৃতীরা নানা সময় তোলা চাওয়ার পাশাপাশি শ্রমিকদের ভয় দেখিয়ে আসছে, যারফলে কারখানা চালানো অসম্ভব হয় পড়ছে।এমনকি শ্রমিকদের মারধোর করা হচ্ছে। এরকম চলতে থাকলে কারখানা বন্ধ করে দিতে হবে বলে জানান তিনি। তবে এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি বলে জানান তিনি।

অন্যদিকে এই বিষয় নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতির সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি মালিকপক্ষকে কারখানা চালিয়ে যাওয়ার জন্য যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান।

Leave a Comment