News Britant

ডুয়ার্স ও পাহাড় গোর্খ আদিবাসীদের মেলবন্ধনের পবিত্র ভুমি, সাংসদ রাজু বিস্ত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ “পাহাড় ছাড়া ডুয়ার্স যেমন অসম্পূর্ণ থাকে তেমন ডুয়ার্স হীন পাহাড়ও সম্পুর্ন হয় না। ডুয়ার্স ও পাহাড় গোর্খা আদিবাসীদে মেলবন্ধনের পবিত্র ভুমি”। রবিবার আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির তত্বাবধানে মাল ব্লকের বাগরাকোট মিনা মোরে অমর শহীদ দুর্গা মল্লের পুর্ন মুর্তির আভরণ উন্মোচনে এসে এই কথ বলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।

এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কর্মী রাজেশ ছেত্রী, যুবরাজ শাহী, তমাল ঘোষ প্রমুখ। অমর শহীদ দুর্গা মল্লের ১৯১৩ সালে দেরাদুন এক গ্রামে জন্ম লাভ করেন। তার পিতার নাম গঙ্গারাম মল্ল ছেত্রী, মা’য়ের নাম ছিল পার্বতী ছেত্রী। ১৯৪৪ সালের ৮ আগস্ট তাকে দিল্লি সেন্ট্রাল জেলে ফাঁসির সাজা দেন।

১৯৩১ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি গোর্খা রাইফেলসে যোগ দেন। পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজে এক সৈনিক হিসাবে যোগ দেন। আজাদ হিন্দ ফৌজ গঠনে অনন্য ভুমিকা গ্রহণ করেন। এজন্য তার মেজর পদে পদন্নোতি ঘটেছিল। এহেন শহীদের মুর্তির আভরণ উন্মোচন করে সাংসদ শ্রী বিস্ত বলেন, বাগরাকোট এক সুন্দর পবিত্র মাটি।

এখানে একদিকে রয়েছে অমর শহীদ বীর বিরশা মুন্ডার মুর্তি অপর দিকে রয়েছে আর এক অমর শহীদ মেজর দুর্গা মল্লের মুর্তি। আদিবাসী ও গোর্খা জনজাতির এক পবিত্র মেলবন্ধন। সবাই একত্রিত ভাবে বসবাস করলে দেশের অগ্রগতি ঘটবে। 

Leave a Comment