



#মালবাজার: দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় পর্যটন শিল্পের বিকাশে রবিবার কালিম্পং জেলার গরুবাথান থেকে লাভা পর্যন্ত ৪২ কিমি পাহাড়ি পথে অ্যাডভেঞ্চার মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৭.৩০ মিনিটে গরুবাথান স্পেশাল গোলাইয়ে গোর্খ টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশনের পর্যটন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা।
উপস্থিত ছিলেন জিটিএ’র পর্যটন বিভাগের সভাসদ নর্দেন শেরপা, গরুবাথান ৪৩ নম্বর সমষ্টির জিটিএ সভাসদ রতন থাপা প্রমুখ। এদিন উদ্বোধন করে জিটিএ চেয়ারম্যান শ্রী থাপা বলেন, মুলত দার্জিলিং ও কালিম্পং জেলার পর্যটন বিকাশে এই প্রতিযোগিতা করা হয়েছে। পর্যটন শিল্পের বিকাশের জন্য গত দুই দিন ধরে চিরাচরিত ফুড ফেস্টিভ্যাল হয়েছে। এভাবেই পর্যটন শিল্পের বিকাশ ঘটবে”।
এদিন গরুবাথান থেকে শুরু হয়ে দীর্ঘ ৪২ কিমি পাহাড়ি পথ পেরিয়ে লাভা বাজারে এই বাইক প্রতিযোগিতা শেষ হয়।এই বাইক প্রতিযোগিতায় ৪৫ জন প্রতিযোগী অংশ নেয়। পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় হিমাল টামটা, লক্ষ্মণ মল্লা ও সুরজ রানা মঙ্গর। মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় হুমা বুদ্ধ মঙ্গর, ঈন্দিরা কালা মঙ্গর ও ঈন্দিরা কুমারী তামাং। ভেটারেন্ট বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন হরকা লামা, যাদব বেনাটাওতা ও ফরন কামবাট্টা।সফল প্রতিযোগীদের খাদা পড়িয়ে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
