



#মালবাজার: ৩৩তম জাতীয় আশিহারা কারাটে ক্যাম্প থেকে ১১টি প্রাইজ জিতে নিলো চালসা হেড কোয়ার্টার।চালসা গায়ানাথ বিদ্যালয়ে গত ২৬ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত হয়েছিল ৫দিন ব্যাপী জাতীয় আশিহারা কারাটে ক্যাম্প। সেই ক্যাম্পে থেকে ইন্টার বয়েস বেস্ট ফাইট, ইন্টার গার্লস বেস্ট ফাইট, বেস্ট ক্যাম্পার সব মিলিয়ে মোট ১১টি প্রাইজ হেড কোয়ার্টার এ আসে।
এদিন সেই স্টুডেন্ট দের সার্টিফিকেট ও দেওয়া হয়। মাস্টার দিপক ভুজেল বলেন এই বছর হেড কোয়ার্টারে এত প্রাইজ আসাতে আমরা সকলেই অনেক খুশি। বড়দের থেকে বেশি ছোট রা ভালো ফল করেছে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন মাস্টার সুভাষ কামী, সমাজসেবী অর্পণ কাসাজু, সমাজসেবী দীনেশ শর্মা সহ অন্যান্যরা।
