News Britant

ঠান্ডায় জুবুথুবু ডুয়ার্স কুয়াশায় ঢাকছে সকাল চলছে উৎসবের পালা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজার: ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ডুয়ার্স সহ আশেপাশে পাহাড়ি এলাকায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছিল। জানুয়ারি পড়তেই তাপমাত্রার পারদ আরও নামতে শুরু করে। সেই সাথে সকালে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে আকাশ। সুর্য্যের মুখ দেখতে বেলা ৯ টা বেজে যাচ্ছে। দিনে সুর্য্যের উজ্জ্বল আলো থাকলেও বেলা পড়তেই তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে।

সন্ধ্যার মধ্যেই তাপমাত্রা নেমে যাচ্ছে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। রাত গড়াতেই সেই তাপমাত্রা আরও নেমে দাড়াচ্ছে ১০ থেকে ১২ ডিগ্রিতে। প্রচন্ড ঠান্ডায় চলছে উৎসব ও পিকনিকের পালা। রবিবার দিন গজালডোবা থেকে গরুবাথান সব পিকনিক স্পট গুলি জমে উঠছে। পিকনিকের ঢল সর্বত্র দেখা যাচ্ছে। পিকনিক থেকে ফিরে আগুন জ্বালিয়ে বসে পড়ছে অনেকে।

ঠান্ডা উপেক্ষা করে সদ্য শেষ হয়েছে একাধিক প্রকৃতি পাঠ শিবির। শেষ হয়েছে নাইট ফুটবল থেকে নাট্য উৎসব। এখন চলছে ডুয়ার্স উৎসব। জ্যাকেট, চাদরে শরীর ঢেকে সবাই রাস্তার চলাচল করছে। রাত ৮ বাজতেই দোকানের ঝাপ বন্ধ করে দোকানীরা ফিরছে বাড়ি।

Leave a Comment