



#ইসলামপুর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি করতে এবং সংগঠনকে মজবুত করতে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে গ্রামীণ স্তরের মানুষদের কাছে পৌঁছে যেতে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত করছে বিজেপি।
সেই লক্ষ্যে রবিবার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তরিয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো। স্থানীয়শকুন্তলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, সারা বছর বিভিন্ন এলাকায় বিজেপির অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
এই বছর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কথাকে মাথায় রেখে দলকে সুসংগটিত করতে রনকৌশল নির্ধারণ করতে গোটা রাজ্যে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাট মানি নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বন্দুক কেনার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করেন তিনি।
